সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ মে ২০২৫ ১৪ : ১৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : ঝটিকা সফরে সোমবার রাতে মুর্শিদাবাদ জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের পূর্ব প্রতিশ্রুতি মতো পরের দিন ৬ তারিখ সকালে মুখ্যমন্ত্রী বহরমপুর থেকে সোজা পৌঁছে যাবেন সামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ানে। সেখানে সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত কিছু পরিবার এবং দোকানদারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ করতে পারেন বলে সূত্রের খবর। সামশেরগঞ্জের কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী যাবেন সুতি ছাবঘাটি ময়দানে প্রশাসনিক জনসভায় অংশগ্রহণ করতে। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা যোগ্য উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি মেদিনীপুরের একটি সরকারি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন মে মাসের প্রথম সপ্তাহে তিনি ধুলিয়ানে যাবেন ক্ষতিগ্রস্থ মানুষদের সঙ্গে দেখা করতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুর্শিদাবাদ সফর সম্পূর্ণ সরকারি হলেও জেলা তৃণমূল নেতৃত্বের তরফ থেকে তাঁর এই কর্মসূচি সফল করার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে মুখ্যমন্ত্রী ট্রেনে করে বহরমপুর এসে পৌছবেন। এরপর সেখানেই সার্কিট হাউসে রাত্রিবাস করে পরের দিন অর্থাৎ ৬ তারিখ সকালে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে তিনি ধুলিয়ানের উদ্দেশ্যে রওনা দেবেন। ধুলিয়ান ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর জন্য একটি হেলিপ্যাড তৈরি করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান বলেন,' রবিবার সকাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলা সফরের বিস্তারিত বিবরণ আমাদেরকে জানানো হয়নি। বহরমপুর থেকে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীর সামশেরগঞ্জের ধুলিয়ানে আসার কথা। সেখান থেকে ফিরে তিনি সুতির ছাবঘাটি ময়দানে সরকারি জনসভায় বক্তব্য রাখবেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন।সামশেরগঞ্জে সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের সঙ্গেও মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ক্ষতিগ্রস্থদের হাতে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ তুলে দিতে পারেন বলে আমরা সরকারি সূত্রে খবর পেয়েছি।'
তিনি আরও জানান,' মুখ্যমন্ত্রীর এই সরকারি সফরের আয়োজন জেলা প্রশাসনের তরফ থেকে করা হলেও তৃণমূল দল হিসেবে আমরাও মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছি।'
সূত্রের খবর মুখ্যমন্ত্রীর সভায় প্রায় কুড়ি হাজার মানুষের জনসমাগম হতে পারে এমন কথা মাথায় রেখে সমস্ত কিছুর আয়োজন করা হচ্ছে।
রঘুনাথগঞ্জ-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ বলেন,' উস্কানিমূলক বক্তব্য রেখে যারা মুর্শিদাবাদে অশান্তি ছড়িয়েছেন তাদেরকে কঠোর বার্তা দিতে মুর্শিদাবাদে আসছেন আমাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁকে স্বাগত জানানোর জন্য ১২ নম্বর জাতীয় সড়কের দু'পাশে আমরা অসংখ্য ব্যানার, পোস্টার, হোডিং এবং গেট তৈরি করছি।'
তৃণমূল সূত্রের খবর মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার জন্য ইতিমধ্যেই শাসকদলের শীর্ষস্তর থেকে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন বুথ এবং অঞ্চল কমিটির নেতৃত্বরা বৈঠক করে আগামী ৬ তারিখ মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার জন্য বাস এবং অন্যান্য গাড়ির ব্যবস্থা করছেন।
তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন,'মুখ্যমন্ত্রীর সরকারি সভা সফল করার মূল দায়িত্বে রয়েছে জঙ্গিপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের উপর। মুখ্যমন্ত্রী জেলার ২৬ টি ব্লক এবং ৮ টি পুরসভার জন্য উন্নয়নের বার্তা নিয়ে আসছেন। ফলে আমাদের সাংগঠনিক জেলা থেকেও প্রায় ১০ হাজার কর্মী সমর্থক মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে সুতিতে উপস্থিত হবে। '
নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি